ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
জাপানস্থ বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১০-১৮ ১৪:৪৭:০৫
জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে গতকাল ১৮ই অক্টোবর সকালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয় -মাতৃকণ্ঠ।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 

  এ উপলক্ষে গতকাল ১৮ই অক্টোবর সকালে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

  এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ দূতাবাসের কর্মকর্তাগণ এবং বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত শেখ রাসেলের শৈশব ও কিশোরকাল নিয়ে আলোচনা করেন। 

  তিনি বলেন, শেখ রাসেল ছিলেন নম্র, ভদ্র ও আচরণে অত্যন্ত মার্জিত। রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া শেখ রাসেলও পরিবারের অন্য সদস্যদের মতো খুবই সাধারণ জীবনযাপন করতেন। রাষ্ট্রদূত উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু যেদিন জাপানের মাটিতে পা রাখেন সেদিন ছিল ১৮ই অক্টোবর ১৯৭৩ অর্থাৎ শেখ রাসেলের জন্মদিন। সেদিন বাবার সঙ্গে রাসেলও জাপানে এসেছিলেন। পুরো জাপান সফরে শেখ রাসেলকে অনেক চঞ্চল, হাসি-খুশি দেখা গেছে। কখনো সে পুকুর পাড়ে মাছ দেখে আনন্দে মেতেছে, আবার কখনো জাপানী ঐতিহ্যবাহী জামা ‘ইউকাত্তা’ পরে জাপানী নাচ আর বাদ্য উপভোগ করেছে।

  রাষ্ট্রদূত শাহাবুদ্দিন বলেন, মাত্র ১০ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানব ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞে কাপুরুষ ঘাতকের বুলেটে ক্ষত-বিক্ষত হয়ে অন্য সবার সঙ্গে না ফেরার দেশে চলে যান শহিদ শেখ রাসেল। সেদিন বিশ্বের মায়া, মমতা হারিয়ে গিয়েছিল, মানবতা হয়েছিল নির্বাসিত-স্তব্ধ। ক্ষমতা দখল কিংবা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পৃথিবীর ইতিহাসে বহু দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক হত্যাকান্ড, সেনা অভ্যুত্থান হয়েছে। কিন্তু অন্তঃসত্ত্বা নারী ও কোমলমতি শিশু রাসেলসহ পুরো পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো বাবা ও বড় বোনের মতো দেশের নেতৃত্ব দিতেন, বাংলাদেশকে নিয়ে যেতেন অনন্য উচ্চতায়। রাষ্ট্রদূত তার আত্মার মাগফিরাত কামনা করেন। সন্তান ও পরিবারের সদস্যদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ রাসেলের জীবনধারা তুলে ধরতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত আহমদ। 

  পরে আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাপান প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। আলোচকগণ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠান আয়োজন করায় দূতাবাসকে ধন্যবাদ জানান। এছাড়াও তারা দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শহিদ শেখ রাসেলের জীবনের উপর নির্মিত একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষ পর্যায়ে কেক শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়। 

 কাতারে বাংলাদেশী মালিকানাধীন সামিয়া রেস্টুরেন্টের দ্বিতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন
যুক্তরাজ্যে বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সাথে দলীয় নেতাকর্মীদের মতবিনিময়
রাজবাড়ী জেলাবাসীর প্রতি ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলামের আহবান-
সর্বশেষ সংবাদ