রাজবাড়ীতে করোনা মুক্ত হয়ে কর্মস্থলে ফেরা দুই পুলিশ সদস্যকে বরণ করে নিয়েছেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার)।
গতকাল ২২শে জুন বেলা ১২টার দিকে তিনি নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই দুই করোনা জয়ী পুলিশ সদস্যকে(গোয়ালন্দ ঘাট থানার কনস্টেবল মুন্না শেখ ও কালুখালী থানার কনস্টেবল বেলাল চৌধুরী) আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) বলেন, করোনা জয়ী দুই পুলিশ সদস্যকে উৎসাহিত ও চাঙ্গা করার জন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হলো।
তিনি আরও বলেন, বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে পুলিশ সদস্যরা জনগণের পাশে রয়েছেন। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সব কিছু করেই পুলিশ বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মুখ যোদ্ধার খেতাব পেয়েছেন। মানুষকে বাঁচাতে গিয়ে নিজেরাও ব্যাপকভাবে সংক্রমিত হয়েছেন। তারপরও দমে যাননি। ভয় নয়, সচেতনতা ও সর্তকতার মাধ্যমেই করোনাকে জয় করতে হবে।
উল্লেখ্য, কনস্টেবল মুন্না শেখ গত ২৩শে মে এবং বনস্টেবল বেলাল চৌধুরী ৩০শে মে করোনায় আক্রান্ত হন। প্রথমে তারা রাজবাড়ী সদর হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে রিপোর্ট নেগেটিভ আসার পর তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে পুলিশ লাইন্সে কোয়ারেন্টাইনে ছিলেন।