ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ৫জন জেলের জরিমানা
  • চঞ্চল সরদার
  • ২০২১-১০-২৪ ১৪:১৫:২৯
রাজবাড়ী সদর উপজেলার ইলিশ রক্ষা অভিযানে গতকাল রবিবার আটক ৫জন জেলেকে ১হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ৫জন জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল ২৪শে অক্টোবর বিকালে সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মৎস্য সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় উক্ত জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে জেলেদের কাছ থেকে জব্দকৃত প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
  উল্লেখ্য, প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে গত ৪ঠা অক্টোবর থেকে ২২দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়, যা আজ ২৫শে অক্টোবর সমাপ্ত হবে। 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ