ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে ইলিশ রক্ষা অভিযানে এ পর্যন্ত ৫২ জেলের কারাদন্ড॥১২জনের জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-২৪ ১৪:১৮:০৬
চলমান ইলিশ রক্ষা অভিযানে গত ২৩শে অক্টোবর পর্যন্ত ২০দিনে গোয়ালন্দ উপজেলায় ৫২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১২জন জেলেকে ৫৪হাজার টাকা জরিমানাসহ প্রায় সাড়ে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় -মাতৃকণ্ঠ।

চলমান ইলিশ রক্ষা অভিযানে গত ২৩শে অক্টোবর পর্যন্ত ২০দিনে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ৫২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান ও ১২জন জেলের কাছ থেকে ৫৪হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। 

  এর পাশাপাশি প্রায় সাড়ে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস, জব্দকৃত ১৩টি জেলে নৌকা নিলামে ৯৭ হাজার টাকা বিক্রি এবং উদ্ধারকৃত ১৭৬ কেজি ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে। 

  গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ এ তথ্য জানিয়ে বলেন, গত ৪ঠা অক্টোবর থেকে ইলিশ রক্ষা অভিযান শুরুর পর গত ২৩শে অক্টোবর পর্যন্ত ২০দিনে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে এই জেল-জরিমানা করা হয়। আজ ২৫শে অক্টোবর ইলিশ ধরার ২২দিনের নিষেধাজ্ঞা সমাপ্ত হবে।  

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ