চলমান ইলিশ রক্ষা অভিযানে গত ২৩শে অক্টোবর পর্যন্ত ২০দিনে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ৫২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান ও ১২জন জেলের কাছ থেকে ৫৪হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
এর পাশাপাশি প্রায় সাড়ে ৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস, জব্দকৃত ১৩টি জেলে নৌকা নিলামে ৯৭ হাজার টাকা বিক্রি এবং উদ্ধারকৃত ১৭৬ কেজি ইলিশ মাছ মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ এ তথ্য জানিয়ে বলেন, গত ৪ঠা অক্টোবর থেকে ইলিশ রক্ষা অভিযান শুরুর পর গত ২৩শে অক্টোবর পর্যন্ত ২০দিনে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে এই জেল-জরিমানা করা হয়। আজ ২৫শে অক্টোবর ইলিশ ধরার ২২দিনের নিষেধাজ্ঞা সমাপ্ত হবে।