তৃতীয় ধাপে সারা দেশের ১হাজার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় গতকাল ২৪শে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রকাশ করেছে।
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলো- রতনদিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, মদাপুর ইউপিতে এবিএম রোকনুজ্জামান, মাঝবাড়ী ইউপিতে বর্তমান চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউপিতে এম.এ মতিন, সাওরাইল ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী।
উল্লেখ্য, মনোনয়ন প্রাপ্তদের মধ্যে নতুন মুখ হিসেবে মদাপুর ইউপিতে এবিএম রোকনুজ্জামান ও মৃগী ইউপিতে এম.এ মতিন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনী তফসীল অনুযায়ী আগামী ২রা নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়ন যাচাই বাছাই ৪ঠা নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ই নভেম্বর এবং আগামী ২৮শে নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।