ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দির ৭টি ইউপির চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেলেন যারা-
  • সোহেল মিয়া
  • ২০২১-১০-২৪ ১৪:২৩:৫৪
তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

তৃতীয় ধাপে আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 
  গতকাল ২৪শে অক্টোবর দুপুরে ঢাকা ও সিলেট বিভাগের নৌকার মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। 
  বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বালিয়াকান্দি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, নারুয়া ইউনিয়নে মোঃ জহুরুল ইসলাম, বহরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল বসু, জামালপুর ইউনিয়নে একেএম ফরিদ হোসেন মিয়া বাবু ও নবাবপুর ইউনিয়নে মোঃ মতিয়ার রহমান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
  দলীয় সূত্রে জানা গেছে, গত ২৩শে অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তৃতীয় ধাপের ঢাকা ও সিলেট বিভাগের দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ