গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম হাকিম এমপি এবং সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
গতকাল ২৪শে অক্টোবর দুপুরে তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ১মিনিট নীরবতা পালনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এ সময় টুঙ্গীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত শেষে এমপি জিল্লুল হাকিম উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। কিন্তু ১৫ই আগস্টের নৃশংস হত্যাকান্ডের ফলে তার সেই স্বপ্ন ভেঙ্গে যায়। থমকে যায় সকল উন্নয়ন কর্মকান্ড। কিন্তু আশার কথা হচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ দেশের হাল ধরেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কীভাবে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায় তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে। মনে কোন কষ্ট রাখা যাবে না। আসুন এখান থেকে শপথ করি সব হিংসা ভুলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, আমরা দলে কোন বিভেদ রাখতে চাই না। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ এমনভাবে কাজ করবেন, যা সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করবে। জননেত্রী শেখ হাসিনা যে বিশ্বাস নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা তার সেই বিশ্বাসের মর্যাদা রাখবো।
এ সময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ৫টি উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো এবং গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ই অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে পুনরায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং সাধারণ সম্পাদক পদে কাজী ইরাদত আলীকে নির্বাচিত হন।