ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
রাজবাড়ী পৌরসভায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার পুরস্কার বিতরণ
  • শেখ মামুন
  • ২০২১-১০-২৫ ১৪:৪৪:০২
রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে গতকাল ২৫শে অক্টোবর প্রাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ কর্তৃক ‘গুপ্তধনের সন্ধানে’ প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী পৌরসভায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ২৫শে অক্টোবর দুপুরে পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। 
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা মেয়রমোঃ আলমগীর শেখ তিতু। এ্যাড পাপা’র প্রতিনিধি আরিক লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরগণ, সচিব, প্রশাসনিক কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, বস্তি উন্নয়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
   দাতা সংস্থা বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পৌরসভার সার্বিক সহযোগিতায় প্রাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ কর্তৃক ‘গুপ্তধনের সন্ধানে’ প্রকল্পের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উপরে সচেতনতামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ-এর প্রতিনিধি আব্দুল করিম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সবশেষে গুপ্তধন কুইজ কন্টেস্টে অংশ নেওয়া প্রায় ১০০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রাজবাড়ীতে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যের কমিটি ঘোষণা
 রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ