রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল ২৩শে জুন রাজবাড়ী বাজারসহ পৌরসভার বিভিন্ন স্থানে থাকা ফার্মেসীতে অভিযান পরিচালনা করে নকল সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার বিক্রি এবং দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দোকানীকে এবং স্বাস্থ্যবিধি না মানায় ঘটনায় ৭টি মামলায় ৯হাজার টাকা জরিমান করাসহ নকল সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার ধ্বংস করেন। এ সময় জেলা স্যানেটারী ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন ।