ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
পাটুরিয়ায় ফেরী ডুবি ঃ এ পর্যন্ত ১০টি ট্রাক ও ১টি মোটর সাইকেল উদ্ধার
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১০-২৮ ১৪:১৩:৫৩
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ফেরী ডুবির ঘটনায় গতকাল ২৮শে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাক-কাভার্ড ভ্যান ও ১টি মোটর সাইকেল উদ্ধার হয়েছে -মাতৃকণ্ঠ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে ফেরী ডুবির ঘটনায় গতকাল ২৮শে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাক-কাভার্ড ভ্যান ও ১টি মোটর সাইকেল উদ্ধার হয়েছে। 

  ঢাকা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মোকারম হোসেন জানান, গত ২৭শে অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে ফেরী ডুবে যাওয়ার ১ঘন্টা পর থেকে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিসি যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিনে রাত ৮টা পর্যন্ত পরিচালিত উদ্ধার অভিযানে ৪টি ট্রাক-কাভার্ড ভ্যান ও ১টি মোটর সাইকেল এবং গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬টি ট্রাক-কাভার্ড ভ্যান উদ্ধার হয়েছে। পানিতে ডুবে থাকা আরও ৪টি ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘প্রত্যয়’ নামের আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে আসার কথা রয়েছে। সেটি আসলে উদ্ধার কাজের গতি আরও বাড়বে।

  উল্লেখ্য, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো-রো ফেরী শাহ আমানত দুর্ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক অফিস আদেশে তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে ফেরী দুর্ঘটনার কারণ ও ফেরীর মানোন্নয়ন সংক্রান্ত সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের(বিআইডব্লিউটিসি)’র রো-রো ফেরী শাহ আমানত গতকাল বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভিড়ার পরে একদিকে কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে পড়ে। এতে ফেরীতে থাকা কয়েকটি যানবাহন নদীতে পড়ে যায়। 

  ফেরী দূর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধকল্পে কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কমিটির আহ্বায়ক হলেন ঃ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) সুলতান আব্দুল হামিদ। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- বিআইডব্লিউটিএ’র পরিচালক(আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, নৌ পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, মনিকগঞ্জ জেলা স্থানীয় সরকারের প্রতিনিধি, বুয়েটের নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুবায়ের ইবনে আউয়াল, নৌপুলিশের সুপার জসিম উদ্দিন এবং বিআইডব্লিউটিসি’র পরিচালক(কারিগরি) রাশেদুল ইসলাম।

  তদন্ত কমিটির কার্যপরিধি হিসেবে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান, ফেরী দুর্ঘটনার বিষয়ে সার্বিক ব্যবস্থাপনার দিক অনুসন্ধানপূর্বক ফেরী সার্ভিসের মানোন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ