ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১০-২৯ ১৬:০৯:৩০
গতকাল ২৯শে অক্টোবর বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ২৯শে অক্টোবর বেলা ১১টায় বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রণজিৎ পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দন, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, সুবোধ মৈত্র, বাসন্তী স্যান্যাল, বিপ্লব কুমার পাল, হরোসিত কুমার ঘোষ, প্রভাষ দাস ও বিধান কুমার সাহা প্রমুখ বক্তব্যে রাখেন।

  সভায় বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠনসহ দেশের সার্বিক পরিস্থিতির উপর আলোচনা করা হয়। 

  এছাড়াও সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ