সন্ত্রাস-জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মুক্তিযোদ্ধারা।
গতকাল ৩১শে অক্টোবর বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, এস.এম নওয়াব আলী, আবুল কালাম, আক্তার হোসেন মিয়া, আব্দুস সাত্তার মন্ডল, আবুল কালাম মোস্তফা, সাইফুল ইসলাম স্বপন ও নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করার দাবী জানান।
এছাড়াও হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ প্রদান এবং ঐক্যবদ্ধভাবে এ ধরনের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।