ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
কালুখালীর বিভিন্ন উন্নয়নমূলক কার্জ পরিদর্শনে ডিসি॥উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়
  • রাকিবুল ইসলাম
  • ২০২১-১০-৩১ ১৫:০২:৪৫
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৩১শে অক্টোবর সকালে কালুখালী উপজেলা পরিদর্শনকালে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৩১শে অক্টোবর সকালে কালুখালী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। 
  কালুখালী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে বিস্ময়কর। আমাদের এই অর্জনকে টিকিয়ে রাখতে হবে। আসন্ন শীত মৌসুমে করোনার ঝুঁকি বাড়তে পারে। এ জন্য আমাদের সবাইকে আগে থেকেই সতর্ক হতে হবে। কালুখালী কৃষি সমৃদ্ধ একটি উপজেলা। পেঁয়াজসহ বিভিন্ন কৃষি ফসলের জন্য কালুখালীর সুনাম রয়েছে। সামনে পেঁয়াজ আবাদের মৌসুম শুরু হবে। এ সময় কেউ যেন রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও তিনি বাল্য বিবাহের ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। 
  সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
  মতবিনিময় সভার পর জেলা প্রশাসক দিলসাদ বেগম উপজেলা ভূমি অফিস, মদাপুর ইউনিয়ন ভূমি অফিস, মদাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও নশরতশাহী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। 
  এছাড়াও জেলা প্রশাসক কালুখালী উপজেলার গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণ, বাইসাইকেল বিতরণ, ৩৩৩ নম্বরে কল করা সাহায্য প্রার্থীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ, সমাজসেবা অফিসের চিকিৎসা অনুদানের চেক বিতরণ, বিনাসুদে ঋণ এর চেক বিতরণ, শিশু খাবারের প্যাকেট বিতরণ, নশরতশাহী আশ্রয়ণ প্রকল্পের খাদ্য সামগ্রী প্যাকেট বিতরণ করেন।
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ