ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ীতে মহিলা পরিষদের সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-০১ ১৪:৫৬:৪৫
রাজবাড়ীতে মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল ১লা নভেম্বর বিকালে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ ও মানববন্ধন পান্না চত্ত্বর সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ১লা নভেম্বর বিকালে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর সংলগ্ন সংগঠনের কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে মানববন্ধন আকারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।   
  এ সময় জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ পূর্ণিমা দত্ত, এডঃ কমলা কান্ত চক্রবর্তী বাবন, ফকীর শাহাদাৎ হোসেন, শম্পা প্রামানিক, রেহেনা পারভীন সালমা, নেহাল আহম্মেদ ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ বলেন, সাম্প্রতিককালে দেশের  বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। স্বাধীন-ধর্মনিরপেক্ষ একটি দেশে এটা মেনে নেয়া যায় না। দেশের শান্তি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ