রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ আয়োজনে গতকাল ১লা নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে প্রথমে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম।
আলোচনা সভার শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী ৭জনের মধ্যে ৪ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বালিয়াকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।