ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশায় জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা
  • মোক্তার হোসেন
  • ২০২১-১১-০৩ ১৫:৩৯:৪৪
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল বুধবার জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৩রা নভেম্বর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা শাহজূই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শরিফুল হুদা সাগর ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
  সভায় শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিজনিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া সভায় পাংশা উপজেলার সকল ইউনিয়ন, পাংশা পৌরসভা, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করে সামাজিক সচেতনতার লক্ষ্যে কাজ করার গুরুত্বারোপ করা হয়।
  সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ