ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবু গ্রেফতার
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-০৪ ১৪:১৭:২৪
রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকা থেকে গতকাল ৪ই নভেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ হান্নান শরীফ ওরফে বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ হান্নান শরীফ ওরফে বাবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 
   গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ই নভেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হান্নান শরীফ ওরফে বাবু লোকোশেড এলাকার  মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে। 
  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গ্রেফতারকৃত হান্নান শরীফ ওরফে বাবু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ