ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১১-০৪ ১৪:১৮:০২
রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে গতকাল ৪ঠা নভেম্বর সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক -মাতৃকণ্ঠ।

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’-স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 
   গতকাল ৪ঠা নভেম্বর সকাল ১০টায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক। ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সুধীবৃন্দসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যগণ উপস্থিত ছিলেন। 
   প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচী সফল করার আহ্বান জানান। এছাড়াও তিনি অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।  

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ