ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় আপন খালুর যাবজ্জীবন জেল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-০৪ ১৪:১৯:৪৯

রাজবাড়ীতে ১১ বছরের প্রতিবন্ধী একটি শিশুকে ধর্ষণের মামলায় আপন খালু উজ্জ্বল গাজী (৩৪)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 
   গত ১লা নভেম্বর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এই রায় ষোষণা করেন। সাজাপ্রাপ্ত উজ্জ্বল গাজী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মৃত আলী হোসেন গাজীর ছেলে।
   মামলা সূত্রে জানা গেছে, গত বছরের (২০২০) সালের ১০ই মার্চ আপন খালু উজ্জ্বল গাজী শিশুটিকে বাড়ীতে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় উজ্জ্বল গাজীর স্ত্রী দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। 
   রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডঃ উমা সেন বলেন, ঘটনাটি অত্যন্ত নিকৃষ্ট। আপন খালু হয়েও উজ্জ্বল গাজী যা করেছে তাতে যাবজ্জীবন সাজা হওয়ায় আমরা সন্তুষ্ট। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ