রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এডভোকেট ভজ গোবিন্দ দে’র পাংশার মাগুড়াডাঙ্গী গ্রামের পারিবারিক পূজা মন্দিরে গতকাল ৪ঠা নভেম্বর শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মন্দিরে মোমবাতি প্রজ্জ্বলনসহ পূজার কার্যক্রম পরিচালনা করেন পুরহিত ধীরেন্দ্রনাথ গোস্বামী। পারিবারিক এ মন্দিরে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কর্মসূচি মোতাবেক “সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও” সম্বলিত ব্যানার টাঙানো হয়। এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে ও তার পরিবারের সদস্যরা মন্দিরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।
এছাড়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা শ্যামাপূজা উপলক্ষে মন্দির, দোকানপাটের সামনে ও বাসাবাড়িতে মোমবাতি প্রজ্জ্বলন করেন।