ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
পাংশার স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের শ্যামাপূজায় পূজা উদযাপন পরিষদের কর্মসূচি
  • মোক্তার হোসেন
  • ২০২১-১১-০৪ ১৪:২১:৪০
পাংশার স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে গতকাল সন্ধ্যায় শ্যামাপূজায় মুখে কালো কাপড় বেঁধে নীরবতা কর্মসূচি পালন করে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মাতা মন্দিরে গতকাল ৪ঠা নভেম্বর রাতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে। 
  কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কর্মসূচি অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজায় শুরুতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৬টা পর্যন্ত ১৫ মিনিট পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে মন্দিরে নীরবতা পালন এবং মন্দিরে সাম্প্রদায়িকতা বিরোধী স্লোগান “সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও” সম্বলিত ব্যানার টাঙানো হয়।
  কর্মসূচিতে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম বসাক, পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), নিতাই কুমার বিশ্বাস, দেবাশীষ কুন্ডু, হিমাংশু কুন্ডু রকেট, মহনলাল আগরওয়ালা, অলোক দাস, প্রভাত কুন্ডু, আনন্দ ঘোষ, অমিত কুমার ও টুটুল কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মন্দিরে পূজা পরিচালনা করেন স্টেশন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরহিত শ্রী গোপাল কুমার রায়। মন্দিরে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি ও প্রসাদ বিতরণ করা হয়।

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ