রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৪০ বোতল ফেনসিডিলসহ আব্দুল আজিজ(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ঠা নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে এসআই ফরহাদ শেখের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল বাংলাদেশ হ্যাচারী এলাকায় মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল আজিজ সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত কুরবান আলী গাজীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল আজিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।