ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ীতে মুখে কালো কাপড় বেঁধে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১১-০৪ ১৪:২৬:৪০
রাজবাড়ীর পাট বাজার মন্দিরের সামনে গতকায় ৪ঠা নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ -মাতৃকণ্ঠ।

কুমিল্লাসহ ২২টি জেলায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
  গতকায় ৪ঠা নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী রাজবাড়ীর পাট বাজার মন্দিরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
  মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সদর উপজেলার সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস ও যুবলীগ নেতা দেবব্রত দে বাদল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ