সাম্প্রদায়িকতা নির্মূলের দাবীতে ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ৬ই নভেম্বর বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী বাজারস্থ জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রেলগেট এলাকা প্রদক্ষিণ করে। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।