ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
পদ্মায় রিক্সা হারিয়ে কষ্টে দিন কাটছে জাহাঙ্গীরের
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-০৭ ১০:১০:৫০

রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের আকমল শেখের ছেলে জাহাঙ্গীর শেখ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্তু কয়েক দিন আগে তার উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটি অসতর্কতাবশতঃ গোদার বাজার ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যায়। এরপর থেকে সে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে।
   জাহাঙ্গীর শেখ জানায়, গত ১৯ই অক্টোবর সন্ধ্যার দিকে তার পিতা পদ্মা নদীর ওপাড়ের চর থেকে কয়েক বস্তা ঘাস কেটে নৌকায় করে এপাড়ে নিয়ে আসে। এরপর তার মোবাইলে কল দিয়ে অসুস্থতা বোধ করার কথা জানালে সে তার রিক্সাটি নিয়ে ওই ঘাস আনতে যায়। ঘাসের বস্তাগুলো রিক্সায় রেখে সে নদী ভাঙন দেখছিল। এ সময় তার রিক্সাটি গড়িয়ে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে সে নদীতে নেমে চেষ্টা করে ভেসে ওঠা এক বস্তা ঘাস ও রিক্সার সিট উদ্ধার করতে পারলেও রিক্সাটি আর খুঁজে পায়নি। এরপর থেকে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় সে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে। 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ