ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
৩মাস বন্ধ থাকার পর ঢাকা থেকে দুবাই গেল এমিরেটস এয়ারলাইন্স
  • আমিরাত থেকে ওবায়দুল হক মানিক
  • ২০২০-০৬-২৫ ১৪:১৮:৪৫
ফাইল ফটো : করোনা ভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথমবারের মতো বাংলাদেশে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স -মাতৃকণ্ঠ।

করোনা ভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথমবারের মতো বাংলাদেশে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স।
  গত ২৪শে জুন দিবাগত রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশী যাত্রীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও ইউরোপগামী মোট ২৫৮ জন যাত্রী ছিলেন। দুবাইয়ের স্থানীয় সময় ভোর ৫টায় ফ্লাইটটি সেখানে অবতরণ করে। এর আগে প্রায় ৩ মাস পর গত বুধবার রাত সাড়ে ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
  উল্লেখ্য, গত ২১শে জুন থেকে তাদেরকে ফ্লাইট চালানোর অনুমতি দেয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)। তবে ৩দিন সময় নিয়ে তারা ২৪শে জুন  থেকে ফ্লাইট চলাচল শুরু করে। আগামী ৭ই জুলাই পর্যন্ত দুবাইয়ে বাংলাদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধুমাত্র দেশটির নাগরিক ও ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস।

 

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সর্বশেষ সংবাদ