ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ১৯ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত-৩৩১
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৬-২৫ ১৪:২০:২৬
গতকাল ২৫শে জুন রাজবাড়ী জেলায় আরো ১৯জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩১জনে -মাতৃকণ্ঠ।

গতকাল ২৫শে জুন রাজবাড়ী জেলায় আরো ১৯জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩১জনে।   জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আরও ১৯৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৮জন রাজবাড়ী সদর, ৪জন বালিয়াকান্দি, ২জন গোয়ালন্দ ও ৫জন পাংশা উপজেলার। 
  আক্রান্তরা হলেন ঃ রাজবাড়ী সদর উপজেলার শহীদুল ইসলাম(২৭), রাণী(৫৬), অমৃতা শিকদার(৩৮), রমজান আলী(৫৪), মুক্তি রাণী(৬০), মান্নান(৬০), মোঃ দেলোয়ার হোসেন(৪৪) ও মোঃ আতাহার আলী(৫২), বালিয়াকান্দি উপজেলার হিটু খান(৩২), সেলিম খন্দকার(৫৭), রেহানা খাতুন(৩৩) ও মোঃ আবুল হোসেন(৩৮), গোয়ালন্দ উপজেলার শহীদ মন্ডল(৫০) ও মোঃ সুজন(৩১), পাংশা উপজেলার সাফিয়া(১৭), হোসনে আরা বেগম(২১), মিতু(১৫), উজ্জ্বল হোসেন(৩১) ও মহসিন মির্জা (৩২)।   

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ