ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
কালুখালীতে এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা
  • মোখলেছুর রহমান
  • ২০২১-১১-১০ ১৩:২২:১৯
রাজবাড়ীর কালুখালী উপজেলার ২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালায় ১নং কেন্দ্র কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্র সচিব ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ শেখ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর কালুখালী উপজেলার ২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ১০ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় ১ নং কেন্দ্র কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কেন্দ্র সচিব ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ শেখের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী কেন্দ্র সচিব মোঃ শিহাব উদ্দিন মোল্লা, মোঃ সিদ্দিকুর রহমান, হল সুপার আইয়ুব আলী, মোঃ ওবাইদুর রহমান, আলহাজ্ব  আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। ১ নং কেন্দ্রে ২টি ভেন্যুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্র কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্র রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়।  মোট পরীক্ষার্থী ১ হাজার ১৭৬ জন।
   অপরদিকে বেলা সাড়ে ১১টায় ২ নং কেন্দ্র মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্র সচিব ও আখরজানি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারী কেন্দ্র সচিব ইয়াকুব আলী, সুভাষ চন্দ্র, হল সুপার রেজাউল ইসলাম, হালিমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। ২ নং কেন্দ্রের ২টি ভেন্যুতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্র মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্র শহীদ দিয়ানত হোসেন ডিগ্রী কলেজ-যেখানে মোট পরীক্ষার্থী ১ হাজার  ১২০ জন।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ