ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীর বাগমারায় ট্রাক চাপায় নিহত অটো চালক গোপীনাথ সাহার আত্মার শান্তি কামনায় প্রার্থনা
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-১০ ১৩:২২:৫৭
সম্প্রতি ট্রাক চাপায় নিহত রাজবাড়ী অটো মালিক সমিতির সভাপতি এবং ড্রাই আইস ফ্যাক্টরী অক্ষয় কালী মন্দির ও গঙ্গাপ্রসাদপুর দুর্গা মন্দিরের উপদেষ্টা গোপীনাথ সাহার আত্মার শান্তি কামনায় গতকাল ১০ই নভেম্বর দুপুরে গীতা পাঠ, কীর্তন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্

সম্প্রতি ট্রাক চাপায় নিহত রাজবাড়ী অটো মালিক সমিতির সভাপতি এবং ড্রাই আইস ফ্যাক্টরী অক্ষয় কালী মন্দির ও গঙ্গাপ্রসাদপুর দুর্গা মন্দিরের উপদেষ্টা গোপীনাথ সাহার আত্মার শান্তি কামনায় গীতা পাঠ, কীর্তন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। 
   গতকাল ১০ই নভেম্বর দুপুরে রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের ড্রাই আইস ফ্যাক্টরী অক্ষয় কালী মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কীর্তনিয়া রাধা রমণ সম্প্রদায়ের সুবল সেন। এ সময় মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র পাল, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, চঞ্চল কুমার দে, মানিক মন্ডল, সাধারণ সম্পাদক দেবব্রত দে বাদল, কোষাধ্যক্ষ আনন্দ সরকারসহ কমিটির অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
   উল্লেখ্য, গত ২রা নভেম্বর রাত ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুড়া সড়কের বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালুবাহী একটি ট্রাকের চাপায় অটো চালক গোপীনাথ সাহা (৫২) ঘটনাস্থলেই নিহত হন। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ