ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ী সদরের বড় চরবেনীনগরের ইট ভাটাকে ১লক্ষ টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-১০ ১৩:২৪:৪৬
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চরবেনীনগর গ্রামের মেসার্স নাঈম এন্টারপ্রাইজ নামক ১টি ইট ভাটাকে গতকাল ১০ই নভেম্বর জ্বালানী হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় -মাতৃকণ্ঠ।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চরবেনীনগর গ্রামের মেসার্স নাঈম এন্টারপ্রাইজ নামক ১টি ইট ভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 
   গতকাল ১০ই নভেম্বর পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জ্বালানী হিসেবে কাঠ ব্যবহারের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ এর সংশ্লিষ্ট ধারায় ইট ভাটার মালিক মোকাররম হোসেন চৌধুরীকে এই জরিমানা করাসহ অবৈধভাবে ইট ভাটা পরিচালনা না করার ব্যাপারে সতর্ক করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদ, সহকারী পরিচালক মিতা রানী দাস এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ