ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বালিয়াকান্দির ৭টি ইউপির নির্বাচনে মোট প্রার্থী ৩২৫
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১১-১১ ১৪:১১:৩৭

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল ১১ই নভেম্বর পর্যন্ত ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ ওয়ার্ডের ৯ জন সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কোন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি।   
   এর ফলে চেয়ারম্যান পদে ২৫, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২২৬ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৭১ জনসহ মোট ৩২৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। এখন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। 
   বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৬ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম নামে একজন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। 
   নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৬ জন। তাদের কেউ  প্রার্থীতা প্রত্যাহার করেননি। তবে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। 
   বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৩ জন। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকমল হোসেন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
   ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪ জন। তাদের মধ্যে কামরুজ্জামান নামে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। 
   জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫ জন। তাদের মধ্যে শফিকুল ইসলাম নামে একজন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে বাতিল হয়। 
   বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। তাদের কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। 
   জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন। তাদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। সাধারণ সদস্য পদে প্রার্থীতা বাতিল করেছেন ২ জন।

 

নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ