ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচন্ড গরমে গোয়ালন্দে তালের শাঁসের চাহিদা বেড়েছে॥বিক্রি হচ্ছে দেদারছে
  • আবুল হোসেন
  • ২০২০-০৬-২৬ ১৫:৩০:১৯
গোয়ালন্দ উপজেলায় তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। প্রচন্ড গরমের কারণে তালের শাঁসের চাহিদা অনেক বেড়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় তালের শাঁস বিক্রির ধুম পড়েছে। প্রচন্ড গরমের কারণে তালের শাঁসের চাহিদা অনেক বেড়েছে। গোয়ালন্দের বিভিন্ন হাট-বাজারসহ নানা জায়গায় কচি তালের শাঁস বিক্রি হতে দেখা যাচ্ছে। 
  গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই তালের শাঁস খাচ্ছে। রসে ভরপুর ও সুস্বাদু হওয়ায় সব শ্রেণী-পেশার মানুষের কাছেই তালের শাঁস প্রিয়। ডাবের চেয়ে দাম কম হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ তৃষ্ণা মেটাতে তালের শাঁসকে বেছে নিচ্ছে। 
  গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে তালের শাঁস বিক্রেতা কবির হোসেন বলেন, তিনি প্রতিদিন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট-উদয়পুর এলাকা থেকে এক ভ্যান করে তালের শাঁস এনে বিক্রি করেন। চাহিদা বেশী থাকায় দামও ভালো পাচ্ছে। 
  দৌলতদিয়া রেলওয়ে স্টেশন এলাকার তালের শাঁস বিক্রেতা আনু মোল্লা বলেন, রোদের তাপ বেশী হওয়ায় তৃষ্ণা মেটানোর জন্য মানুষ তালের শাঁস খাচ্ছে। ১শত পিস তালের শাঁস ৪শত/৫শত টাকা দরে কিনে ১০ টাকা পিস দরে বিক্রি করছি। তবে করোনা ভাইরাস সংক্রামণের ফলে বাজারে লোকজন কম। তাই গত বছরের চেয়ে এবার বিক্রি কম হচ্ছে। 
  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নিতাই কুমার ঘোষ বলেন, তালের শাঁসের সাথে ডাবের অনেক মিল রয়েছে। এর মধ্যে ক্যালসিয়াম, খনিজ পদার্থ ও ভিটামিন ‘সি’ ছাড়াও ফাইবার রয়েছে-যা মানুষের কোষ্ঠ-কাঠিন্য ও শূন্যতা দূর করে।  

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ