রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি সারা দেশের কালচারাল অফিসারদের মধ্যে পারফরমেন্সে ৩য় হওয়ায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন সংগীত নিকেতন ও সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। ফকীর লালন শাহ্র ১৩১তম তিরোধান দিবস উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে গত ১২ই নভেম্বর সন্ধ্যায় রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজারে আয়োজিত ‘লালন ভাব সংগীত ও গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে পার্থ প্রতিম দাশকে ফুল, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় তার সহধর্মিনীকেও ফুল ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
সংবর্ধিত জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ বলেন, যে কোন সম্মাননা বা স্বীকৃতি আরও ভালো কাজে অনুপ্রাণিত করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আমাকে যে সম্মাননা দিয়েছে তা শুধু আমার একার নয়-জেলার শিল্পী সমাজসহ সকলের। আজ এ সম্মাননা পেয়ে আরও ভালো লাগছে। সরকার তৃণমূলের বাউল শিল্পীদেরকে তুলে এনে নানাভাবে সাহায্য-সহযোগিতার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার তৃণমূলের বাউল শিল্পীদের জীবনমান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোবহান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা আজিজুল হক, নাট্যকার অজয়দাস তালুকদার, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ মিয়া ও রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল হাসান তুষার। ফকীর লালন শাহ্র উপর প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য আবু তালেব মোল্লা (মাস্টার)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান রাজু। এ সময় সংগঠনের নাট্য বিষয়ক সম্পাদক ও স্বদেশ নাট্যাঙ্গনের সহ-সভাপতি জিহাদুর রহমান জিহাদ, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম মুন্সী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সরদার, কোষাধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, সহ-কোষাধ্যক্ষ শিবু দাস বাউল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাউল, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরব আলী বাউল, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রমজান বাউল, কার্যনির্বাহী সদস্য আনোয়ার সরদার (আনু চৌধুরী) প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘যদি ত্বরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সংঘ’-স্লোগানকে সামনে রেখে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত (রেজিঃ নং-৬১০/২০১১) রামকান্তপুর ইউনিয়ন সংগীত নিকেতন ও সমাজকল্যাণ সংঘ তৃণমূলের অবহেলিত বাউল শিল্পীদের গান পরিবেশনের সুযোগ করে দেয়াসহ নানাভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে।