রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে তেনাপচা এলাকায় বেড়িবাঁধের খালের উপর নির্মিত একটি ব্রিজের মাঝখান থেকে ভেঙ্গে দেবে গেছে।
বিগত বন্যার সময় দীর্ঘ দিন ধরে ওই খালে প্রচন্ড স্রোত প্রবাহিত হওয়ায় ব্রিজের নীচ থেকে এবং দুই পাশের গাইড ওয়ালের নীচ থেকে মাটি সরে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে রিক্সা, অটোরিক্সা, ভ্যান, মাহেন্দ্র, মোটর সাইকেলের মতো হালকা যানবাহন ও লোকজন চলাচল করছে ঝুঁকি নিয়ে। যেকোন সময় ব্রিজটি ভেঙ্গে পড়ে দুর্ঘটনার আশংকা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, গত বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ খালটি খনন করা হয়। কিন্তু অপরিকল্পিত খননের কারষে গত বন্যার সময় খালে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে ব্রিজটির আশপাশে তীব্র ভাঙ্গনের সৃষ্টি হয়। ভাঙ্গনে আশপাশের কয়েকটি বসতভিটা ও একটি কাঁচা রাস্তা খালে ধসে যায়। এছাড়া ব্রিজটির নীচে ও পাশ থেকে মাটি সরে যাওয়ায় মাঝখান থেকে ভেঙ্গে দেবে যায়।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজটি তৈরী করা হয়েছিল। বর্তমানে ব্রিজটি দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান জানান, ওখানে আরেকটি নতুন ব্রিজ করার বিষয়ে আমি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করছি। আপাতত জনসাধারণকে একটু সতর্কতার সাথে চলাচল করতে হবে।