রাজবাড়ীতে আরো ৯৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন (টিকা) এসে পৌঁছেছে।
গতকাল ১৫ই নভেম্বর দুপুরে বেক্সিমকো ফার্মার প্রতিনিধিগণ ফ্রিজার গাড়ীতে করে এনে টিকাগুলো সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের কাছে হস্তান্তর করেন। এ সময় রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন আসা টিকার মধ্যে ৭০ হাজার ডোজ সিনোফার্মার ও ২৪ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার। এ নিয়ে জেলায় মোট ৮ লক্ষ ৫৮ হাজার ৩১০ ডোজ করোনার টিকা এসে পৌঁছালো। এর মধ্যে ৬ লক্ষ ১৭ হাজার ৬০০ ডোজ সিনোফার্মার ও ২ লক্ষ ৪০ হাজার ৭১০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার। অপরদিকে, গতকাল ১৫ই নভেম্বর পর্যন্ত জেলায় ৪ লক্ষ ৫৯ হাজার ২৪৮ জনকে টিকার প্রথম ডোজ এবং ২ লক্ষ ৭৪ হাজার ৪৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।