ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী জেলা বালিকা দলের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১১-১৮ ১৩:৩৫:২০

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী রাজবাড়ী জেলা বালিকা দলের ১৮ জন খেলোয়াড়ের মাঝে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০২০ এর শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়েছে।

  জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। 

  অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম, অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল হুদা ও জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত শুভেচ্ছা স্মারকের মধ্যে ছিল ট্র্যাকসুট, টি-শার্ট, কোর্ট পিন ও নোটবুক। 

  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, একসময় এ জেলার মেয়েরা খেলাধুলায় অনেক ভালো করতো। সেই অবস্থা ফিরিয়ে আনতে হবে। এ ব্যাপারে যতটা সম্ভব সরকারী পৃষ্ঠপোষকতা করা হবে। মেয়েদেরকে খেলাধুলায় বেশী করে এগিয়ে আসতে হবে। ভালো করতে হলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে।

  জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা বালিকা ফুটবলারদের উদ্দেশ্যে বলেন, তোমাদের পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। কী পেলে-কী পেলে না তা নিয়ে ভাবলে হবে না। ক্রীড়া ক্ষেত্রে সরকার অনেক সহযোগিতা করছে। তোমাদেরকে এর সুযোগ নিতে হবে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ