ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে আইবিএন ইয়ুথের কার্যকরী গঠন
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১১-১৯ ১৩:০৭:২৩
বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল শুক্রবার বিকালে আইবিএন ইয়ুথ অ্যাসোসিয়েশন-এর বার্ষিক অনুষ্ঠানে কমিটি গঠন করা হয় -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ‘আইবিএন ইয়ুথ অ্যাসোসিয়েশন’-এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

  গতকাল শুক্রবার বিকালে বহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আইবিএন ইয়ুথ অ্যাসোসিয়েশন-এর বার্ষিক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়।

  এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ অহিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী লিটন আক্তার পলাশ, কুড়শী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার পাল, বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ শহীদুজ্জামান ও শহীদ নগর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।

  আলোচনা শেষে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আব্দুস ছাত্তার শেখকে সভাপতি, রিয়াজুল ইসলাম হৃদয়কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ রেজোয়ান সেখকে সাধারণ সম্পাদক ও মোঃ রোমান বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।   

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ