রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ই নভেম্বর বিকালে মিজানপুর ইউনিয়নের সূর্যনগর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে সভায় চেয়ারম্যান পদপ্রার্থী টুকু মিজি, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, মিজানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শেখ, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক লুৎফুন নাহার মিতা, নাইমা বেগম, আফরিন মাহফুজা বেনু, তাপসী বিশ্বাস অন্তরা, রোমানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আওয়ামী লীগ ও মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।