ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
গোয়ালন্দের উজানচর ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণের সাথে নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
  • মইনুল হক মৃধা
  • ২০২১-১১-১৯ ১৩:১৫:২১
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন -মাতৃকণ্ঠ।

দ্বিতীয় ধাপে গত ১১ই নভেম্বর অনুষ্ঠিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপত গোলজার হোসেন মৃধা। 

  নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এ সময় তিনি মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। ফুলের ও টাকার মালা পরিয়ে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। 

  এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবো, ততদিন এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ্। সবার সহযোগিতায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে। 

  তিনি আরও বলেন, সরকারী সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কোন ঘাটতি রাখবো না। বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ১০ টাকা কেজির চালসহ সকল সুবিধা দুস্থ-অসহায় মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিবো। 

   উল্লেখ্য, দ্বিতীয় ধাপে গত ১১ই নভেম্বর অনুষ্ঠিত উজানচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে গোলজার হোসেন মৃধা নৌকা প্রতীকে ৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অপর ২জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বিদায়ী চেয়ারম্যান আবুল হোসেন ফকির আনারস প্রতীকে ৩ হাজার ৫৩১ এবং জিন্দার আলী ঘোড়া প্রতীকে ৩ হাজার ৩৬৮ ভোট পান। এর আগে ২০১১ সালে অনুষ্ঠিত উজানচর ইউপির নির্বাচনে গোলজার হোসেন মৃধা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে গরুর গাড়ী প্রতীকে প্রথম বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
পাংশা ও কালুখালীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের অবহিতকরণ সভা
জেলার শ্রেষ্ঠ ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদাসা॥৫টি পুরস্কার লাভ
সর্বশেষ সংবাদ