ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীর খানগঞ্জ-চন্দনী ও রামকান্তপুর ইউপিতে ১৫ চেয়ারম্যান প্রার্থীর মনোননয়ন পত্র সংগ্রহ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১১-২২ ১৪:০০:৪৬

চতুর্থ ধাপে আগামী ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ, চন্দনী ও রামকান্তপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। 
  গতকাল ২২শে নভেম্বর পর্যন্ত তারা নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলীর কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তাদের মধ্যে ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
  খানগঞ্জ ঃ খানগঞ্জ ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহকারী ৬জন প্রার্থী হলেন-বর্তমান চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মুতি, আবু নাসির, খন্দকার আতাউর রহমান ও খন্দকার গোলাম কিবরিয়া বাবলু। তাদের মধ্যে আনোয়ার হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। 
  চন্দনী ঃ চন্দনী ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহকারী ৪জন প্রার্থী হলেন- সাবেক চেয়ারম্যান ভিপি মোঃ আব্দুল মালেক শিকদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, শাহাদত হোসেন মন্ডল ও মিজানুর রহমান। তাদের মধ্যে আব্দুল মালেক শিকদার মনোনয়ন পত্র দাখিল করেছেন। 
  রামকান্তপুর ঃ রামকান্তপুর ইউপির চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহকারী ৫জন প্রার্থী হলেন-বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, আবুল কালাম আজাদ পিনু, রাজিব মোল্লা ও মিনা বেগম। তাদের মধ্যে আব্দুর রহিম মোল্লা ও মিনা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
  উল্লেখ্য, নির্বাচনের তফসীল অনুযায়ী আগামী ২৫শে নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৯শে নভেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই এবং ৬ই ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ। এরপর প্রতীক বরাদ্দ শেষে ২৩শে ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ