চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মান্নান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল ২৫শে নভেম্বর বিকেলে বসন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দিন আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় বসন্তপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক কাজী লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ ফিরোজ, বসন্তপুর স্টেশন বাজার কমিটির সভাপতি ও আব্দুল মান্নান মিয়ার ছোটভাই আবু বক্কর সিদ্দিক নান্নু মিয়া উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান মিয়া বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। তিনি বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বড়ভাই আব্দুল হালিম মিয়া চাঁন দীর্ঘ ২০ বছর বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়াও ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বসন্তপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন আব্দুল হালিম মিয়া চাঁন।
জানা গেছে, ২০১২ সালে আব্দুল মান্নান মিয়া বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দীর্ঘ ৭বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। গত ২২শে নভেম্বর গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আব্দুল মান্নান মিয়ার দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল মান্নান মিয়া। এছাড়াও তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আব্দুল মান্নান মিয়া বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রানপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। বসন্তপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণও আমার সঙ্গে রয়েছে। আমি আশাবাদী নৌকা প্রতীকে বিপুল ভোট পেয়ে বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবো ইন শা আল্লাহ্।’
উল্লেøখ্য, চতুর্থ ধাপে আগামী ২৬শে ডিসেম্বর সারাদেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নসহ ১৪টি ইউনিয়ন রয়েছে।