ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
ইউপি নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড
  • চঞ্চল সরদার
  • ২০২১-১১-২৭ ১৩:২৪:৩৬
ইউপি নির্বাচন উপলক্ষে রাজবাড়ী পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে গতকাল ২৭শে নভেম্বর আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিংয়ে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

ইউপি নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে গতকাল ২৭শে নভেম্বর বেলা ১১টায় পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 
  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ সাইদুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
  ব্রিফিংকালে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সংক্রান্তে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পুলিশ ও আনসার সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
  তিনি সকলকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলেন, যাতে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ