ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
এমপি পুত্র মিতুলের অর্থায়নে নারুয়ায় ইমামসহ দুস্থদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৬-২৭ ১৪:২৪:২৫
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুলের পক্ষ থেকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৫২টি মসজিদের ইমাম ও দেড় সহস্রাধিক দুস্থ মানুষের মধ্যে গতকাল ২৭শে জুন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় -মা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৫২টি মসজিদের ইমাম ও দেড় সহস্রাধিক দুস্থ মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
  গতকাল ২৭শে জুন দুপুরে নারুয়ার মনছুর আলী কলেজ প্রাঙ্গণে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের অর্থায়নে এবং নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ (১৬শত ফেস মাস্ক, ১ হাজার হেড ক্যাপ ও ১ হাজার পিস ডেটল সাবান) করা হয়। 
  এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নারোদ বাছাড়, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, নারুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল গণি শেখ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুরান, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ^াস, নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা
বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী
গোয়ালন্দে ভোট গ্রহণ কর্মকর্তাদের  সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ