রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ৫২টি মসজিদের ইমাম ও দেড় সহস্রাধিক দুস্থ মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭শে জুন দুপুরে নারুয়ার মনছুর আলী কলেজ প্রাঙ্গণে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পুত্র ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের অর্থায়নে এবং নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের তত্ত্বাবধানে এই স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ (১৬শত ফেস মাস্ক, ১ হাজার হেড ক্যাপ ও ১ হাজার পিস ডেটল সাবান) করা হয়।
এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, নারোদ বাছাড়, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, নারুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল গণি শেখ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুরান, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ^াস, নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।