রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার জামতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া জানান, গত ২৮শে নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৭জন সদস্যের অংশগ্রহণে সভাপতি পদে ভোটাভুটি হয়। এতে ৫টি ভোট পেয়ে নাসির উদ্দিন রনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ দিরাজ পান ২ ভোট। ওই দিনই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ মাসুদুর রহমান কমিটির কাগজপত্রে স্বাক্ষর করেন। পরে নির্বাচিত কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠানো হয়।
উল্লেখ্য, ১৯৮৯ সালে স্থাপিত জামতলা উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।