ঢাকা শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউপি’র চেয়ারম্যান প্রার্থী মীর্জা বাবু’র মনোনয়ন পত্র বাতিল
  • আসাদুজ্জামান নুর
  • ২০২১-১১-২৯ ১৪:০৯:৪৮

ঋণ খেলাপীর দায়ে যাচাই-বাছাইতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু’র মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। 

   গতকাল ২৯শে নভেম্বর বসন্তপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ খায়ের উদ্দিন আহমেদের কার্যালয়ে যাচাই-বাছাইকালে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এ সময় মনোনয়ন পত্র দাখিলকারী চেয়ারম্যান প্রার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ খায়ের উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের প্রেক্ষিতে ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী মীর্জা বদিউজ্জামান বাবু’র মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এছাড়া অন্য সকল চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ হয়েছে।

  এদিকে মনোনয়নপত্র বৈধ করতে মীর্জা বদিউজ্জামান বাবু আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।  

  উল্লেখ্য, মীর্জা বদিউজ্জামান বাবু ছাড়া বসন্তপুর ইউনিয়নে বৈধ ঘোষিত হওয়া অপর ৫জন চেয়ারম্যান প্রার্থী হলেন- আওয়ামী লীগের মনোনীত মোঃ আব্দুল মান্নান মিয়া, সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার, মাহমুদুল হাসান কাজল, আব্দুল আলিম সিকদার ও কাজী মাইনুল হক।

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ