ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে নির্বাচন কেন্দ্রে হামলার ঘটনায় থানায় ২টি মামলা॥গ্রেফতার-৬
  • তনু সিকদার সবুজ
  • ২০২১-১২-০১ ১৩:২১:৫৩

গত ২৮শে নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি ও জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা ভোট কেন্দ্রে হামলার ঘটনায় থানায় ২টি মামলা দায়ের হয়েছে। 

  মামলার এজাহারে ৩৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। পুলিশ ৬জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা হলো-জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের গফুর সরদারের ছেলে আশিক সরদার(২৭), বিপুল সরদারের স্ত্রী নুপুর বেগম(৩৫), সোহেল রানার স্ত্রী পাপিয়া বেগম(৩০), ঝিনাইদহ জেলার হাটগোপালপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী তানজিলা আক্তার(২৫), ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়াকোলা গ্রামের আকিদুল মিয়ার স্ত্রী ঝুমুর বেগম(৩২) ও শ্রীনাথপুর গ্রামের তৈয়বুর রহমানের ছেলে নাহিদ হাসান(২০)।

  উল্লেখ্য, নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভোট কেন্দ্র ২টিতে হামলার সময় নির্বাচনী কাজে ব্যবহৃত ২টি মাহেন্দ্র ও ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ এবং সরকারী স্কুলের ক্ষতিসাধন করা হয়। এ সময় ভোট কেন্দ্রের দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪৯ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ