ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে জাপা কর্মী এলাহী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২১-১২-০২ ১৫:০৪:১১

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির একনিষ্ঠ কর্মী ও এরশাদ ভক্ত হিসেবে পরিচিত দেলোয়ার হোসেন এলাহী। 

  এ জন্য তিনি নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং গত ২৯শে নভেম্বর যাচাই-বাছাইতে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়েছে। আগামী ৭ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। তিনি মোরগ প্রতীক চেয়েছেন। 

 রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত সাহাজুদ্দিন সরদারের পুত্র দেলোয়ার হোসেন এলাহী রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এবং জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় তরুণ প্রার্থীর জেলা শাখার সাবেক সদস্য সচিব। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকার সময় রাজবাড়ী সফরে এলে দেলোয়ার হোসেন এলাহীর বাড়ীতে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেছিলেন। সবার কাজে জনপ্রিয় এলাহী রামকান্তপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর দোয়া ও ভোট কামনা করেছেন। 

  দেলোয়ার হোসেন এলাহী বলেন, আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করে আসছি। সাধ্যমত সবার পাশে থাকার চেষ্টা করি। নির্বাচিত ইউপি সদস্য হতে পারলে মানুষের জন্য বেশী করে কাজ করার সুযোগ পাব-এ জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি সবার দোয়া ও ভোট চাই। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ