ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
ফরিদপুরের নগরকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা॥চালক নিহত
  • মাহবুব হোসেন পিয়াল
  • ২০২১-১২-০২ ১৫:০৮:৪৫
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী-বটতলা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাস চালক সুমন নিহত হয় -মাতৃকণ্ঠ।

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী-বটতলা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাস চালক সুমন নিহত হয়। 

  এ ঘটনায় অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। 

  ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সোহানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এ ঘটনায় বাস চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০জন বাসযাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বাস চালকের নাম সুমন। তার পিতার নাম বজলু।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শুকুর আলী শুভ সভাপতি-মহিউদ্দিন সেক্রেটারী
ঢাকায় প্রয়াত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণ সভা অনুষ্ঠিত
 পদ্মার দুইপাড়ে আনন্দ উচ্ছ্বাস ঃ পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ
সর্বশেষ সংবাদ