রাজবাড়ী ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে এসআই মিঠু ফকিরের নেতৃত্বে ডিবি’র একটি টিম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ উত্তর দৌলতদিয়া এলাকার মৃত মোতালেব শেখের ছেলে জাহিদ শেখ (৩২)কে এবং একই দিন সকালে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে ডিবি’র আরেকটি টিমের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবাণীপুর গ্রামের কো-অপারেটিভ হাই স্কুলের পাশ থেকে ৫০পিস ইয়াবাসহ বড় ভবাণীপুর গ্রামের নিজা শেখের ছেলে নাহিদ শেখ (২২)কে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী ডিবি’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এই ২টি ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।