ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
পাংশার ১০টি ইউপিতে চেয়ারম্যান-মেম্বার পদে ৫৪৪জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
  • পাংশা প্রতিনিধি
  • ২০২১-১২-০৯ ১৪:৩৮:০৯
পাংশার উপজেলার মাছপাড়া ও কসবামাজাইল ইউপির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানরা গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন -মাতৃকণ্ঠ।

৫ম ধাপের আগামী ৫ই জানুয়ারী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ৯ই ডিসেম্বর শেষদিন পর্যন্ত চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০জন, জাসদের ২জন ও স্বতন্ত্র ৪৯ জনসহ সর্বমোট ৫৪৪জন চেয়ারম্যান-মেম্বার প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

  জানা যায়, বাহাদুরপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন- হুমায়ুন কবীর শাকিল(আওয়ামী লীগ মনোনীত),  মোঃ মুরাদ(জাসদ মনোনীত) ও স্বতন্ত্র  মোঃ সজিব হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মুন্সী হাসানুল ইসলাম ও মোঃ নিজাম উদ্দিন, হাবাসপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন- মোঃ আব্দুল আলীম (আওয়ামী লীগ মনোনীত), স্বতন্ত্র আব্দুল লতিফ খান, মোঃ আবু সেলিম, গোলাম মালেক, আল মামুন খান, গোলাম মোস্তফা ও গোলাম জাকারিয়া, যশাই ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন- আবু হোসেন খান(আওয়ামী লীগ মনোনীত), আওয়ামী লীগের বিদ্রোহী(স্বতন্ত্র) মোঃ সিদ্দিকুর রহমান, খোন্দকার তফাজ্জল হোসেন, শরিফ উল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, হাজী আব্দুল হাকিম খান ও মামুন, কলিমহর ইউপিতে চেয়ারম্যান পদে ৯জন- বিলকিছ খাতুন (আওয়ামী লীগ মনোনীত), স্বতন্ত্র বিধান কুমার বিশ্বাস, বিপ্লব কুমার বিশ্বাস, আব্দুর রাজ্জাক, আমিরুল ইসলাম, সেকেন আলী মোল্লা, মতিয়ার রহমান, এডভোকেট আক্কাস আলী ও সাজ্জাদ হাসান, কসবামাজাইল ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন- শাহরিয়ার সুফল মাহমুদ (আওয়ামী লীগ মনোনীত), স্বতন্ত্র রাকিবুল ইসলাম, সাইদ আহমেদ, আব্দুর রাজ্জাক, ও মোঃ জাকিরুল, মাছপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন- খন্দকার সাইফুল ইসলাম(আওয়ামী লীগ মনোনীত), মোহাম্মদ হিল্লোল মিয়া (জাসদ), স্বতন্ত্র নুরুল ইসলাম খাঁ ও কমলেস চন্দ্র দাস, মৌরাট ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন- আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক (আওয়ামী লীগ মনোনীত), স্বতন্ত্র আব্দুর রাজ্জাক বিশ্বাস, মোকাররম হোসেন, মোহাম্মদ আলী সরদার, শওকত আলী সরদার, মনিরুল ইসলাম মনির ও হাবিবুর রহমান মিয়া, বাবুপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন- ইমান আলী সরদার (আওয়ামী লীগ মনোনীত), স্বতন্ত্র আবুল কাশেম সরোয়ার, মনছুর সরদার, শাজাহান শেখ, সুফিয়া খাতুন ও শহিদুল ইসলাম মিয়া, পাট্টা ইউপিতে চেয়ারম্যান পদে ৭জন-আব্দুর রব বিশ্বাস(আওয়ামী লীগ মনোনীত), স্বতন্ত্র হাসিবুর রহমান, গোলাম মোস্তফা লুলু, ইউনুস আলী বিশ্বাস, জেসমিন আক্তার, মনজুর হোসেন মনজু ও  রাজদুল ইসলাম, সরিষা ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন- আজমল আল বাহার বিশ্বাস (আওয়ামী লীগ মনোনীত), আওয়ামী লীগের বিদ্রোহী(স্বতন্ত্র) আহম্মদ হোসেন ও আসাদুজ্জামান রতন মনোনয়নপত্র দাখিল করেছেন।

  এছাড়া সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে বাহাদুরপুর ইউপিতে ১৩জন, হাবাসপুর ইউপিতে ১৫জন, যশাই ইউপিতে ১৩জন, কলিমহর ইউপিতে ১৫জন, কসবামাজাইল ইউপিতে ১২জন, মাছপাড়া ইউপিতে ৬জন, মৌরাট ইউপিতে ১০জন, বাবুপাড়া ইউপিতে ৯জন, পাট্টা ইউপিতে ১১জন ও সরিষা ইউপিতে ১২জন এবং সাধারণ আসনের মেম্বার পদে বাহাদুরপুর ইউপিতে ৩২জন, হাবাসপুর ইউপিতে ৪২জন, যশাই ইউপিতে ৪৭জন, কলিমহর ইউপিতে ৪১জন, কসবামাজাইল ইউপিতে ৩৫জন, মাছপাড়া ইউপিতে ২৪জন, মৌরাট ইউপিতে ৪০জন, বাবুপাড়া ইউপিতে ৩৩জন, পাট্টা ইউপিতে ৩৫জন ও সরিষা ইউপিতে ৩৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম এ তথ্য নিশ্চিত করেন।

রাজবাড়ী-১ আসনে অনলাইনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন এস এম নওয়াব আলী
সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে ইসির ব্রিফিং আজ
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন আগামীকাল॥প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী
সর্বশেষ সংবাদ